নীরবে তাই পথপানে চাই।
মুড়িভাজা, বিস্কুট যে যেটা দেয়।।
দিনশেষে রাত রাত শেষে দিন।
জীবন তবুও কাটে বিচিত্রতাহীন।।
ঈদ হোক পূজা হোক তবুও তো পথে।
এড়িয়ে যায় সবাই, নেয় নাক সাথে।।
লাল সাদা নীল; কালো কত রঙ।
পড়ে দেখো করে ওরা কতো ঢং।।
আমি তবু ধুলোমাখা ছেড়া কিছু গায়ে।
হেসে যায় অবিরাম তাহা-পানে চেয়ে।।
রঙ দিয়ে সং সেজে কি এমন মজা।
ধুলোমেখে আমিও তো পথের রাজা।।
সেজে গুজে নিজেকে অচেনা
করার কি ই বা দরকার...?
আমি বাবা পথে ভাল,
পথ ই আমার অহংকার।।