অনেক আবেগ নিয়ে এসেছিলাম তোমাদের রাস্তায়, চাইবো বলে তোমার পানে I
বাড়িতে থেকে ও বের হওনি তুমি, মগ্ন ছিলে অন্য গানে I

আর কখনো দেখবে না আমায় তোমার পাড়ার রাস্তায়,
বিলাবো না আর আবেগ আমার এমনতর সস্তায় I

এখন আবার  মাতাল আমি, খুব ইচ্ছে করে ভালোবাসা গায়ে মাখতে I
ইচ্ছে করে আবার তোমার রাস্তায় আসতে I

তোমার কি আছে কিছু ভালোবাসা দেওয়ার?

গায়ে মাখবো..