হতে চাই আগের মত
যেমন ছিলাম শিশু
বারন ছিল সকল কাজে
বাদ দেয়নি কিছু
ছাড়িনি কারো পিছু।

আজ জীবনে কত কিছু ঘটে
তার থেকেও বেশি জনসমাজে লটে
এমন হাস-উপহাস নিয়ে
জীবন গড়িব আমি কি সব দিয়ে
তাইতো আজ হতে চাই আমি
সকল কিছু বাদ দিয়ে
" আগের মত"

অবিরত অবিস্বাস, অনবরত আশ্বাস
আর কত হবে এমন দীর্ঘস্বাস
অক্সিজেন নিয়ে জীবকুল বাঁচে
আমার অক্সিজেন আছে কার কাছে
চিন্তা-দূর্চিন্তায় ঘুম হল হারাম
যার জন্য ঘুম নেই, সে কেন জেগে নেই?
৪ বছর, এক বছর কিংবা চার মাস
যার জন্য অপেক্ষা সে যায় ভুলে
নিস্তব্দ হয়ে থাকি একাকার হয়
দূঃখের সাগরের সাথে।
প্রিয় নাম গুলো প্রিয় থেকে যায়
স্মৃতিময় কথা গুলো স্মৃতিফলক হয়ে রয়
তাই সাগরের পানিতে গা ভাসিয়ে
হতে চাই আমি " আগেরই মত"
আগের মত।


শুনেছি আমি, "ভালবাসা আজীবন পথ,
চলো হাঁটি "
শুরু করার ইচ্ছা শেষ।
যার শুরু নেই তার শেষ!!!
পথ চলতে ইচ্ছা, তোমার অনিচ্ছা।
গমনের ইচ্ছা,  তোমার বারণ।
আমার ভাললাগা, তোমার অবিস্বাস।
আমার অনুভুতি,  মিথ্যারঝুড়ি।
আর কি?
কত বার?কত টুকো?  কতক্ষন?
সমস্যার কথা বলে বারণ,
বিস্বাস না করে গমন,
কষ্টের গোলা নিক্ষেপ।
পারব না, পারব না, পারব না
তাই হতে চাই আমি
"আগেরই মত"

২৫.০৪.২০১৬
০৯:৩৫ am