ভাষা যখন ঘুমিয়ে
   #এস_এইচ_রানা

শুনেছেন কি  আমার ভাষার ইতিহাস?
যেখানে  ছিল রক্তিম রাজপথ
ত্যাগ ও ভালবাসা
পরে ছিল রফিক শফিকের মত
ছোট্ট শিশু অহিউল্লাহ
ছিল শত মায়ের অশ্রু, শত বাবার কন্ঠ
ছিল গনজাগরণ, ছিল স্লোগান
ছিল  স্বপ্ন একটাই
  " রাষ্ট্র ভাষা বাংলা চাই "

জানেন কি কেন ছিল সেই ত্যাগ,
কেনইবা হয়েছিল ভাষায় রং লাল?
কেন রাজপথে ছিল তারা
কেনইবা দিয়েছিল জীবন?
তারা নেমেছিল মায়ের কথার জন্য
যেন কথা ঘুমিয়ে  না যায়
যেন আজীবন জেগে থাকে কথা,
আমাদের মাতৃভাষা।

আজও অহিউল্লাহ ঘুমিয়ে
ঘুমিয়ে যাচ্ছে আমাদের কথা
সেই ফেব্রুয়ারির রাজপথ আজ নেই
আজ নিজেরাই ঘুমাচ্ছি, জাগরণের পথিক কে?
অকথ্য কথা কথ্য করি আমরা নিমিষেই
ভাষা আজ ঘুমিয়ে যাচ্ছে, জাগরণের পথিক কে?



২০.০২.২০২০