ভিন গ্রহের উপকথা
রণজিৎ মাইতি
--------------------
মানুষ ঈশ্বরের কাছে শিখেছেন
নাকি ঈশ্বর মানুষের কাছে
তা আজও ধোঁয়াশা
তবে জানিনা কেন
কেউ একবার ওপরে উঠে গেলে
নামতেই চায় না মাটিতে
হা ভগবান,
না ঈশ্বর,না মানুষ !
অথচ মাটির পৃথিবী যেমন অপূর্ব মায়াময় তেমনই অদ্ভুত আলোছায়াময়
যেসব স্পিসিস অনেক আগে থেকেই মগডালে চড়ে বসে আছেন
তারাই তো আবার ভিন গ্রহের বাসিন্দা !
যাদের হয়তোবা হৃদয়ের পাথর নড়ে,কিন্তু মনের পাথর দিব্বি অনড় চিরকাল
(22-11-21)