বিজয়া দশমী  (29-10-2020)
রণজিৎ মাইতি
-------------
একা একা কে হাঁটে,কেন হাঁটে এই ভোর বেলা ?
ঘোমটার আড়ালে কোন সে অচিন নারী হেঁটে যায় একা?

যখন মঙ্গলশঙ্খ আবাহন করে সোনালী রোদ্দুর
মেলে দেয় কুঁড়ি তার এক একটি কোমল পাঁপড়ি
চোখ মেলে পক্ষীশাবক একা একা নীড়ে
ঠিক তখনই কে হাঁটে,কেন হাঁটে?ভোর হাঁটে নাকি ?
যেমন পৃথিবীর সাথে ইচ্ছে অনিচ্ছেয় হাঁটে আপামরজন

কেবল হতাশা গোপন করে চোখ মেলে দেখো
রবিকরোজ্জ্বলে উজ্জ্বল ভোরের শিশির বিন্দুর মতো উজ্জ্বল চোখে
হাঁ,একা একা আজও হাঁটে বিষাদঘন মুখে কোনও এক অচেনা ভামিনী
যেমন রোজ ভোরে হেঁটে যায় একাকী উদাস মুখে বিজয়া দশমী !