ভ্যালেন্টাইন্স (13-02-21)
রণজিৎ মাইতি
------------
ফেব্রুয়ারীর চোদ্দ তারিখ এলেই আমার বাগানে ফুটে ওঠে থোকা থোকা পুটুশফুল;
কি জানি,কৃষ্ণ থাকলে হয়তো কেলিকদম্ব ছেড়ে মেতে উঠতেন সদ্যজাত পুটুশে;
নতুন সে যতো বুনো হোক তার টান অনাদি অনন্ত!
যেমন অধরা মাধুরীর টান চির শাশ্বত
সেটাকেই কি ভ্যালেন্টাইন্স বলে?
নতুন নতুন প্রেম প্রেমকেই দেয় মান্যতা।