ভাস্কর্য
রণজিৎ মাইতি
---------------------
আমাদের সংসারটা ঠিক নিত্যানন্দের সংসার;
সবসময় খাই খাই থাকলেও
পেলে খাই,না পেলে খাইনা

অথচ কি আশ্চর্যজনকভাবে গড়ছি সেই সংসার স্থাপত্য
কপাল জুড়ে প্রজ্বলিত ফ্লুরোসেন্ট লাইট ও প্রাচীন ভাস্কর্য!