উত্তম (17-11-2019)
রণজিৎ মাইতি
---------------------
তুমি তাকে ভেবেছো 'উত্তম'
কাছের বাড়ির,কিছুটা দূরের
অথবা তুতো ভাই
চেনা চেনা মনে হয় আবারও অচেনা
আসলে মানুষ নামের জীব সবচেয়ে মায়াবী
সোনার হরিণ সেজে মায়াবী মারীচ
রাম-লক্ষ্মনের মতো আমরাও বিভ্রান্ত
তুমি তাকে ভেবেছো উত্তম
আমি 'অধম' না ভাবলেও মানুষ নিয়ে আমার আজও বিভ্রম !