উড়াল
রণজিৎ মাইতি
--------------------
মানুষ কিছু না খুঁজলেও -
দিনে অন্তত একবার আয়না খোঁজে;
আয়নায় নিজেকে দেখা যায়,
মানুষ নিজেকে দেখতে বড্ড ভালোবাসে।
মানুষ নিজেকে দেখতে ভালোবাসে বলেই
খোঁজ করে আরশির।
আকাশ অনুকূল না হলে উড়াল দেওয়া যায় না,
মানুষ উড়াল দিতে খুব ভালো বাসে।
কিন্তু জটায়ুর মতো যাদের ডানা কাটা
তাদেরও কি সাধ জাগে উড়াল দেওয়ার !
দেখেছি এমন মানুষ,
যারা আজীবন সমস্ত পঙ্গুতাকে মেনে নিয়ে-
দুজনে দুজনার চোখে চোখ রেখে কাটিয়ে দিয়েছে।
তারা রোজ বকমবকম করে,
কিন্তু কে যে কার আরশি হয়তো তারা নিজেরা জানেনা!