উপন্যাস (04-06-2020)
রণজিৎ মাইতি
-------------
শোকের উপন্যাস লিখতে কেউই চায়না;
কেউ পড়তেও চায়না শোকগাথা
আপাত যা দুখের মনে হয় তারও গভীরে আছে বীররস।
বীরাঙ্গনা মাতঙ্গিনীর অন্তর খুঁড়ে কেউই দেখেনি !
না ইতিহাস,না সমাজ !সে নদীর মতো সদা বহমান সুখের সাগরে
সুরতহাল কে কবে করেছে বিগ্রহহৃদয় ?
তার অন্তরের গভীরে চাপা চাপ চাপ করকচ,থরে থরে পলি ও কতো কাদাজল !
মানুষ বীররসে ভেসে যেতে চায়
ডুবে যেতে চায় পৃথিবীর মতো রোদঝলমলে আগন্তুক সকালে
সাঁতারও কাটতে চায় রাজহাঁসের মতো নীল সরোবরে
হয়তো সে নিজে পারেনা বলেই---- !
পৃথিবী নিজেই তো চিরকাল ভ্রাম্যমাণ দুখের সাগরে
জেনো,এই পৃথিবীতে ভুবনডাঙা নামে কোথাও কোনও ভূখণ্ডই নেই;
তাই,বীরগাথার অন্তরালে নিজের পায়ের তলে আজীবন খোঁজ করে একচিলতে মাটির ঠিকানা!