উজাড় করে দিলাম(12-05-2020)
রণজিৎ মাইতি
-------------
আজও উজাড় করে দিলাম ভালোবাসার সমস্ত সম্ভার।
ফুল ফুটুক না ফুটুক অকালেও ভালোবাসা ফোটে
কেমন আছি এই অসময়ে জানতে চেওনা
মিথ্যা জবাব জমে জমে এতোদিন মলিন হয়েছে আসবাব
কিংবা চেতনাকে প্রশ্ন করোনা সে কতোটা কাঙাল
বরং যেখানে ঋদ্ধ আলো সেখানেই অকপটে রেখে দাও সেরা অঞ্জলি
শুধু এটুকুই জেনো
প্রেমের মরণ নেই,মৃত্যু ভয় নেই
হৃদয় অমরাবতী শাশ্বত সবুজ
যেখানে মৃত্যুকে বসতে দেওয়ার মতো কোনও আসন আজও ফাঁকা নেই।
শুধু প্রেমিকের অনন্ত শুভেচ্ছা আছে,মঙ্গলকামনা
যা এই ঘোর অন্ধকারেও নক্ষত্রের মতো ঝিকমিক ঝিকমিক করে শূণ্য আকাশে