উচ্চতা(15-11-21)
রণজিৎ মাইতি
---------------------
জানিনা রাধানাথ শিকদার কিভাবে পরিমাপ করেছিলেন এভারেস্টের উচ্চতা;
জানিনা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাণের সঠিক পদ্ধতিটি ঠিক কি।

যারা একজন পাঁচ অথবা সাড়ে পাঁচ ফুট মানুষের উচ্চতা পরিমাপ করতে গিয়ে বারবার ভুল করে ফেলে
তারা কিভাবে পরিমাপ করে কলকাতা থেকে দিল্লি
কিংবা মুম্বাই টু গোয়ার দূরত্ব!
এই দেশে কতো হীরে মানিকই তো সঠিক মূল্যায়নের অভাবে খনিগর্ভে আজও গুমরে মরছে।

সুতরাং তুমি যতোই দূর্লঙ্ঘ ভাবো এভারেস্ট চিরকাল মাতৃনিচোল;
শেরপা তেনজিং নোরগে ও এডমন্ড হিলারিরও বহু আগে সেখানে আমি একা একা বহুবার ভ্রমণ করেছি;
আমার মতো অনেকেই রোজ দুবেলা সেখানে করে মানসভ্রমন।

সুতরাং দূরত্বের গল্প দিয়ে কেউ কি সরাতে পারে নিকটকে দূরে?
অসীমে বিলীন হয়েও
প্রকৃত হৃদয়বান্ধব যারা তারা থাকে চিরকাল হৃদয়েরই কাছে।।