তুমি,মেঘবারান্দা ও চেয়ার (16-03-2020)
রণজিৎ মাইতি
-------------
তুমি ছিলে ভীষণ নাছোড়
চাই মানে এক্ষুণি চাই-ই

যদিও মেঘবারান্দায় আজ রোদ্দুর অলীক
মেঘবালিকা এসে মহানন্দে কাটে সন্তরণ

তুমি সাঁতার জানোনা
তাই মেঘকেই ভেবেছো রোদ্দুর
আর মেঘবালিকার মতো ডগোমগো খুশির আলোয়

অবশ্য বারান্দার চেয়ার দুটি
আজও চিয়ার্স লিডার হতে না পেরে হাসছে হি হি
যাদের বয়সের কোনও গাছ পাথর নেই