তুমি আকাশ হলে(21-03-21)
রণজিৎ মাইতি
-------------
তুমি আকাশ হলে
আমি নীল নভেলের নায়ক হতেও রাজি
তুমি বাতাস হলে
আমি হতে রাজি অনাদৃত বনফুল
যদি তুমি হও অথই সাগরজল
আমি বাজী ধরি টলোমলো কাণ্ডারীর
কিংবা যদি হও তুমি ঝরো ঝরো ঝরণা  
আমি হতে রাজি গড়িয়ে যাওয়া নুড়ি
আগুনের কথা ? নাইবা শোনালে তুমি
জানি সেই কথা কানে কানে হওয়া ভালো
পুড়তে পুড়তে সেকথা হওয়াই ভালো।।

(কবিতাটি শ্রদ্ধেয় কবি ঘাসফুল কে উৎসর্গ করলাম)