টিউলিপ(24-12-21)
রণজিৎ মাইতি
-------------
হঠাৎ যেদিন আমার বাগানে ফুটেছিলো একটা টাটকা টিউলিপ;
সেদিন তুমিও তাকিয়েছিলে মুগ্ধ নয়নে।
তাই দেখে পড়শি হারুকাকা আবিষ্কার করেছিলো উচ্ছন্নে যাওয়ার তত্ত্ব
আর গেল গেল রবের উৎস।
এও জেনেছি,তার কাছে চোখাচোখি কোনও রসায়ন নয়;
বরং পূর্ণচন্দ্রের বুকে কলঙ্কের আঁচড়।
তবু টিউলিপ ফোটে মুগ্ধতার মোহে,
মুগ্ধতাও ছুঁয়ে যায় টিউলিপ শরীর।