তোতাচরিত(21-08-2020)
রণজিৎ মাইতি
-------------
হাঁ,দিন দিন থার্মোমিটারের চাহিদা বাড়ছে;
তবু অধরে মুগ্ধতা ছড়িয়ে বলছি ওম শান্তি ওম!

আসলে আমরাও তোতা হয়ে ওঠছি ক্রমশ ক্রমশ।
আর তোতাকাহিনীর ভেতর জন্ম নিচ্ছে এক একটা জীবন্মৃত ফেউ!