তোমাকে পোড়াবেই
রণজিৎ মাইতি
-------------
ওদের ঘরে লাগছে আগুন,লাগুক।
আমি তো বেশ আয়েশেই আছি,
খাচ্ছি সুপ সোফায় আরাম করে।
পুড়লে ওদের আমার কি যায় আসে?
এমন ভাবনা যাদের মাথায় ঘোরে,
দেখতে মানুষ,কিন্তু মানুষ নয়।
পড়শি উঠোন জ্বললে দহন জ্বালায়,
সেই আঁচ কি এড়িয়ে যাওয়া যায়!
তাপের ধর্ম ছড়িয়েই তার সুখ,
আনন্দ তার উদরপুর্তি করে।
যে ভেবেছে পুড়ছে ওদের পুড়ুক,
আজ পুড়ছে ওদের,কাল তোমাকে পোড়াবেই।