তিন সত্যি
রণজিৎ মাইতি
-------------
যারা তিন সত্যি বলার পরও মিথ্যা কথা বলে অবলীলায়
তাদের যথার্থ শিল্পী মনে হয়।
নিপুন অভিনয় দক্ষতা না থাকলে কখনো তিন সত্যি বলা যায়না।

অভিনয় মানে মিথ্যা,

আমি যা নয় তাই ফেনিয়ে ফাঁপিয়ে দেখানো।
মঞ্চের চড়া আলোয় যারা আজীবন বিবেকের ভূমিকায় অভিনয় করে গেলো
তাদের আমি চিনি।

তারা কেউ ফুল নয়,
ঘাস নয়,
শস্যের মা-ও নয়,
ধর্মপুত্র যুধিষ্ঠির!
'অশ্বথ্বামা হত,ইতি গজ' গল্পে যে নাট্যের যবনিকা পাত।