টিক্ টিক্ টিক্ - - - - (12-04-2020)
রণজিৎ মাইতি
-------------
কখনও কখনও ঘড়ির কাঁটার টিক্ টিক্ আওয়াজও বড্ড অসহ্য।
যেনো এগিয়ে আসছে একটা বুভুক্ষু  শুয়োপোকা শরীর লক্ষ্য করে।
যার দীর্ঘ খাদ্যতালিকায় প্রধান রোচক
প্রাণবন্ত জীবন
গাছের কচি সবুজ পাতাগুলো আগেই সাবাড়

এমন সময় ইচ্ছে হয় ঘড়িটার উদরে কষিয়ে দিই অসংখ্য দিলখুশ ঘুষি
ললাটে সজোরে থাপ্পড় মারি
মগজে মুগুর
হৃদয়ে অযুত নিযুত লাথি বিদ্রোহী ভৃগুর মতোন
সমস্ত প্রোগ্রাম ঘেঁটে 'ঘ' করে দিই

যদিও সব প্রচেষ্টাই পঙ্গু মহাকালের কাছে
বরং অট্টহাসিতে ফেটে পড়ে নিষ্ঠুর প্রধান
বানচাল হয়ে যায় অত্যুচ্চ দম্ভের পাহাড় অনন্তের কুটিল অন্তরে

আসলে মানুষ কিছুই পারেনা
যারা এই সেদিনও চাঁদে রোভার পাঠিয়ে আত্মগরবে মহিমান্বিত
আজ সময় ঘড়ির দোদুল দোলায় চড়ে---
চরম ভবিষ্যতের কাছে বড়ো অসহায়
তার কোনও প্রজ্ঞা নেই,প্রদেয় কিছুই
হিরো হতে গিয়ে দেখে জিরো আমানত
দিন শেষে প্রলম্বিত টিক্ টিক্ ছুঁয়ে ফেলে চৈতন্য টিকিও!