তার্কিক
রণজিৎ মাইতি
-------------
যুযুধান দুই প্রতিপক্ষ পরম্পর তর্ক করছেন;
কে দ্রুত দৌড়ায় ?
যেহেতু বিষয়টি তেমন নয়,
সুতরাং তার্কিকও নয় গজ-কচ্ছপ,
সম্ভবত তারা মানুষ।

তারা স্পেশ স্টেশন থেকে লিভারের সাহায্যে পৃথিবীকে কক্ষচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘকাল।
কেতাবি বিদ্যায় বুঝতে পারেন-
চুম্বকের মতো আলোও আসলে এক বিশেষ শক্তি।
কিন্তু পৃথিবীর উপর দাঁড়িয়ে কোনও ভাবেই বুঝতে পারেন না-
জন্মভূমি আদতে গোলাকার নাকি সামতলিক!

অবশ্য অন্যান্য ধীমান প্রাণীদের মতো-
পাখিদের এক্কেবারেই বিশ্বাস নেই মানুষের ধীশক্তির উপর;
তারা বসুধামায়ের মাথার উপর দিয়ে মুক্ত নীলাকাশে মনের সুখে উড়েন।
আর দেখেন,-
নীল-সবুজ গোলকার গ্রহটি বনবন ঘুরছে।
এবং সাথে সাথে ঘুরছে সমগ্র মানব প্রজাতি।

যারা চিরকাল যুযুধান,
রক্তগঙ্গায় তরী ভাসিয়ে ঈশ্বরকে চ্যালেঞ্জ জানায়!