তানপুরা
রণজিৎ মাইতি
--------------------
তুমি মগডালে চড়লেও আমার ভাঁড়ার আজও রসাল শূন্য;
বরং প্রলম্বিত অন্ধকার আরও প্রলম্বিত !
কথাটি যেমন তোমার ক্ষেত্রে সত্য,
তেমনি রাম শ্যাম যদু মধুও ভালোবাসে প্রাচীন বৃত্তসুখ;
এভাবেই গড়ে উঠেছে বর্ণাশ্রম প্রথা,
ব্রাহ্মণ-শূদ্র মৌলিক বলয়!
অথচ খণ্ড খণ্ড আমি
তোমাকেই মগডালে দেখে প্রতিদিন দিচ্ছি হাততালি,
এবং সাধছি আজও সেই ভাঙা তানপুরা!
(30-10-21)