তালিবান
রণজিৎ মাইতি
-------------
আসুন,এখন সবাই সূত্র ধরে এগোই;
ব্যক্তির আসল পরিচয় তো তার ব্যবহারে।
যেমন কয়লা শত ধুলেও সে মলিন,
তেমনি চন্দন যে পরিবেশেই বেড়ে উঠুক
চেনা যায় আপন গন্ধে;
সুতরাং গন্ধের সূত্র ধরে চিনে নিই গন্ধমাদন
শুনেছি আহত বাঘের পরিচয় তার ভয়ঙ্করতায়।
একবার খুঁচিয়ে তো দেখুন,
বাঘটি বোরখা,না না-বোরখার পক্ষে।
হয়তো আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো তালিবান!
(19-08-21)