তাদের কি বলা যাবে ? (21-01-2021)
রণজিৎ মাইতি
-------------
একসময় ঢেউ কমে আসে;
একসময় জল স্থির হয়।

তারপরও কথাঢেউ স্থির জলে খোঁজে সাতরঙ্
শান্ত নদীর বুকে জমে ওঠা পলির পাহাড়ে

যার প্রতি স্তরে স্তরে স্বযত্নে সাজানো প্রাচীন প্রবাল;
যার প্রতি থরে থরে দুঃখনদী সুখনদী দুর্ভেদ্য গ্রানাইট

কখনও প্রবাল কি ঢেউ হয় ?
কখনও প্রবাল কি ফেউ হয় ঘেউ ঘেউ কুকুর সভ্যতায় !

যাদের কোনোটা মুক্তো,কোনও কোনও চিনি কয়লা নামে
আজ তাদের কি বলা যাবে ঢেউয়ের ফসিল, নির্লিপ্তি তরঙ্গ!