তবুও
রণজিৎ মাইতি
-------------

তবুও তেষ্টা পেলে
আমাদের যেতে হবে জলের কাছে;

কে কবে বিষ অমৃত ভেবে তেষ্টা মেটায়?

যে মেশায় প্রবঞ্চনা,ছলনার বিষ
তারও প্রয়োজন পড়ে কবোষ্ণ হৃদয়।

যতোই হোকনা জল বাষ্পায়িত লীলা;
তবু,জলের আধার ঐ মহা মহার্ণব।


(26-06-21)