স্বাতন্ত্র্য
রণজিৎ মাইতি
-------------
রাত্রির মতো দিন অনেক দেখেছি;
কিন্তু দিনের মতো রাত কয়টি দেখেছি!
বাঘকে হরিণ হতে দেখিনি কখনো;
হরিণকে কি বাঘ হতে দেখেছি কখনো?
কিন্তু রাত্রির মতো দিন অনেক দেখেছি;
দিনের মতো রাত কয়টি দেখেছি!
যেমন-
পশুর মতো মানুষ অনেক দেখেছি;
মানুষের মতো পশু কয়টা দেখেছি?
যদিও,
কেউ কারো মতো নয়,স্বতন্ত্র স্বাতন্ত্র্যে;
তবে দিন ও রাত এক হয় কোন জাদুমন্ত্রে!