স্বর্ণযুগ (11-07-2020)
রণজিৎ মাইতি
-------------
ফেলে আসা প্রতিটি স্বাধীন মুহূর্ত জোড়াতালি দিলেই
গড়ে ওঠে এক একটি বিচিত্র আকাশ!
তাই,প্রতিটি মৌলিক বর্ণ ও তার ভালো মন্দ বিচারের ভারও থাকে আকাশের হাতে।
সময় নির্বাক শ্রোতা,দর্শক হিসেবে সেও সময়ের কাছে করে আত্মসমর্পণ
যদিও আকাশ ভালোবেসে পেতে রাখে শূণ্য আঁচল
যার কোনও আপন বর্ণ নেই,নেই নিজস্ব সুবাস
স্বর্ণযুগও সময়ের দান নয়,বরং অসংখ্য স্বাধীন স্বর্ণকমল তা দান করে গেছে !