স্বাধীনতা (15-08-2020)
রণজিৎ মাইতি
-------------
অই যে দেখো উড়ছে ঘুড়ি
তারও লাটাই কারুর হাতে
ইচ্ছে মতো যায় কি ওড়া
পাখি যেমন উড়তে থাকে।।

স্বাধীনতা মিথ্যে আকাশ
যা শুধু ঐ স্বপ্নে ভাসে
ধরতে গেলেই শূণ্যে বিলিন
টা টা জানায় দূরাভাষে!!

না হয় তুমি হওনা পাখি
নেইকো সাকিন নেই সীমানা
যেথা ইচ্ছে সেথাই যাবে
করবে না কেউ তোমায় মানা।।

ভোগ করবে স্বাধীনতা
শিরদাঁড়াটা পোক্ত করো
মননটি যার আকাশ সমান
অন্ধকুপে তিনিই আলো।।

সাবেক শাসক গোরা সাহেব
আজকে শাসক দেশি মাকাল
রঙটা তফাত স্বভাবে এক
বাজারে তাই চালের আকাল।।

বদলটা ওই উপর উপর
ভেতরে চোখ সমান রাঙা
খোলনলচে বদলে দিলেও
শাসক আজও তেমনি চাঙা ।।