সু-মন--কু-মন
রণজিৎ মাইতি
-------------
তুমি কেমন চিনতে পারি তোমার কথায়;
জানতে পারি তুমি কেমন তোমার কাজে।
তার বাইরে মানুষ কেমন মানুষ জানে;
আপন কথা আপনি বলেন আপন কানে।

নীল আকাশে যেসব পাখি আপনি ওড়ে;
যায় কি তাদের আটকে রাখা শিকল জুড়ে?
স্বাধীন দেশের সকল কথা মুক্ত অবাধ;
কেউ কি তাকে বাঁধতে পারে বাঁধ  দিয়ে বাঁধ?

যেমন আমি পাল তুলেছি মাঝ দরিয়ায়;
সব পথিকই ঘুরছে পথে পথের মায়ায়।
'সু' হলে তা সু-মন রূপে ছড়ায় সুবাস;
কথায় কথায় রাখছে কু-মন আপন আভাস।

ওই যে দেখো তাল ঠুকছে বটের পাখি;
তাল মানে ঢেউ,তোতা সে নয় শ্রদ্ধা রাখি।
আপন সুরে আপনি রাজা ভীষণ স্বাধীন;
কথায়-কাজে ফারাকও নেই,নয় পরাধীন।

(01-02-22)