স্তুতি(28-05-21)
রণজিৎ মাইতি
-------------
দখিনে হাওয়া আমাকে খুব বেশি অবাক করেনা;
বরং ভালো লাগে সুখে গা ভাসিয়ে দিতে।

যারা সুখচর ভেবে পাশ কাটিয়ে যান
তাদের বলি,'হতাশ হবেন না'
মনের আয়নায় উল্টোটা আরও বেশি অদ্ভুত।

না না,হাওয়ার সত্যি কোনও ড্রামাটিক মুড নেই,
মুভমেন্টও যেমন সচ্ছন্দ তেমনি সাবলীল
তবু যতোই উৎকৃষ্ট হোক অখ্যাতের পালে হাওয়া আজও বড্ড বিরল;
অথচ মরাকটালের দিনেও বিখ্যাত ভেসে যান ঢেউয়ের তোড়ে।

অবশ্য আবহবিদ হলে বিজ্ঞের মতো বলতাম হাওয়ারই আর এক নাম মায়াঝড়;
কিন্তু সাধারণ মানুষ হিসেবে বলতেই হয়
পৃথিবীটা আসলে জলের আর তেলের।