স্টেথো
রণজিৎ মাইতি
-------------
কানে স্টেথো লাগিয়ে ডাক্তার আমাকে জোরে জোরে শ্বাস নিতে বললেন।
তিনি আমার বুক মাপবেন,
শুনবেন হৃদয়ের লাবডুব।
ডাক্তারের কথায় আমি মনে মনে হাসলাম।
মানুষ যতোটা নিজেকে আড়াল করতে পারে
অন্য কোনও প্রাণী ততোটা পারেনা।
কিন্তু ডাক্তার নাছোড়ো,
তিনি ঘড়ির দিকে তাকিয়ে
প্রেসক্রিপসনের বাঁ দিকে লিখলেন-
আশি বাই একশো কুড়ি।