স্পার্ক(05-12-21)
রণজিৎ মাইতি
---------------------
সব বুঝেও অবুঝ আমি
তাই তো থাকি স্পিকটি নট;
কেন যে আজ পাঁচিল জুড়ে
গজিয়ে ওঠে উটকো বট!
যাদের প্রপার ডিগ্রি আছে
তাদের হাতে নেইকো কাজ
ফালতু যতো বটের পাখি
তারাই এখন করছে রাজ।
ভাবেনা কেউ এরাই যখন
হয় ডাক্তার ইঞ্জিনিয়ার
কাটতে গিয়ে এম্বিলিকাস
পেনিস কাটে ছুরির ধার।
পকেট যাদের গরম থাকে
মুর্খ হয়েও তারাই সার্প
গরিব মানুষ অন্ধকারে
তাদের চোখে নেইকো স্পার্ক
হকার যারা হাঁকছে পথে
তারা কি সব নিরক্ষর ?
সালতামামির পাতা জুড়ে
সঘণ চোখে নটোবর!
কবিতাটি শ্রদ্ধেয় কবি গৌতম রায়কে উৎসর্গ করলাম।