সৌদামিনী(09-01-2020)
রণজিৎ মাইতি
-------------
মেয়েটিকে দেখার পর মনের ভেতর বিদ্যুত খেলে গেলো!
অনেক কিছুতেই এমন হয়;

আকাশ বাতাস জল আগুন - - -
ঝর্ণার হিমশীতল জলে,তরু মর্মরে
কিংবা উন্মুক্ত প্রান্তরে প্রথম বর্ষায়

অই স্পার্ক থেকে ভয় ও ভালোলাগা
ভেতরে ভেতরে থাকে নিষিদ্ধ প্রণয়
কতো রং,অজানা এসেন্স টেনে আনে মধুলোভা কীট

আসলে রঙের ভেতর সুদীর্ঘ যাপনে ভুলে যাই নারী এক স্বাধীন রঙ
অসীম আকাশ জুড়ে আজন্মকাল থেকে   ছড়ায় সুরভি
যে হৃদয়ে সৌদামিনী অবিরত মারছে ঝিলিক!