সোনা(04-05-2020)
রণজিৎ মাইতি
-------------
সোনা নয় কোনও একক বস্তু
মাটি নয় মাটি জানা
ক্ষুধার জ্বালায় পেট জ্বলে গেলে
ভাতই তখন সোনা

গজাল যতোই হোক না লোহার
দরকারে সেও দামি  
কানা বেগুনের দাম বেড়ে যায়
যখন কৃষিখেত মরুভূমি

রোজ যে ছেলেটা পড়াশোনা করে
মা-বাবা ডাকেন 'সোনা'  
ফাঁকিবাজ যারা পায় কি সে দাম ?
কেউই ডাকে না 'মনা'

বেড়ে যায় দর হেঁদো পুকুরের
আকাল খরার কবলে
জল নয় জল,সোনা সম দাম
অধিক শ্রমের ধকলে

পাতিহাঁস হয় রাজহাঁস সম
পাড়লে সোনার ডিম
মরালেও বলি অতি অতি পাতি
পাড়লে অশ্বডিম

ছাইয়ের মূল্য বুঝেছে যে জন
তার কাছে ছাই সোনা
উড়িয়েই দেখে যদি পাওয়া যায়
একটি ক্ষুদ্র কণা

লেথেল গাইও ভালোবাসা পায়
শুধু তার স্তন ভারে
সুবোধ জর্সিরে করি দূর ছাই
তার যে বাছুর মরে

সোনার মূল্য সোনারাই বোঝে
যেমন রতনে রতন
কচুর মূল্য বুঝেছে শুয়ারে
তাই সে করছে যতন

বিভ্রাটও আছে নজির অনেক
প্রমাণও ভুরিভুরি
সোনারপুরে কি ফলছে সোনা ?
তবু সে সোনারপুরী !

রোদ-জলে ভিজে যারা ফলায় ফসল
আজও তারা নাকি এলেবেলে
চুরি করে যারা বানায় হর্ম
এখন তারাই সোনার ছেলে !