স্মৃতিপদ্ম(26-12-2019)
রণজিৎ মাইতি
-------------
স্মৃতির আলো,রোদ ঝলমল ছড়ায় স্বভাব কিরণ
ভিজতে থাকি ঝরনা ধারায় হোক না যতোই গোপন
তুমি তখন সুইট সিক্সটিন আমি মোটেই বিশ
পড়ছে মনে দীঘার ঢেউয়ে দুলেছি অহর্নিশ
আজ বুঝেছি প্রেমের বয়স সর্বদাই সবুজ
যতোই ভাবি হচ্ছি বুড়ো প্রেম আসলে অবুঝ
স্মৃতিপদ্ম সুবাস ছড়ায় মনও উথাল পাথাল
ভাসি যখন প্রেম যমুনায় ভাবো তুমি গোপাল !