শ্যমলীমা তুমি কেন বাজাও না বাঁশি!
রণজিৎ মাইতি
-------------
একসময় যেদিকে তাকাতাম দেখতাম সবকিছুই সবুজ;
বৃদ্ধ দাদু-ঠাকুমা
জীর্ণ মন্দির ও মন্দির গাত্রের মস-ফার্ণ
এমনকি বুড়ো বটতলার বুড়ো শিব এবং---
সুপ্রাচীন বটবৃক্ষটিও।
তখন শীত-গ্রীষ্মও হয়ে উঠতো পল্লবিত বসন্ত।
তুমি বলতে আসলে তুমি মানুষটিই তো সবুজ
অঙ্গারে হীরে কিংবা চুনি-পান্নার সন্ধান সবাই পায় না।
সেই আমিই ধীরে ধীরে কেমন বিবর্ণ হয়ে গেলাম
একে একে খসে যেতে লাগলো শরীরের এক একটি পাতা
অথচ এখনো শুনতে পাই বউ কথা কও পাখির আকুলতা
কোকিলের কুহু কুহু ।
যদিও মন ভালো করা সেই সবুজ আর দেখতে পাই না,
যার এক শীষে বেজে উঠবে কৃষ্ণের মধুর বাঁশরী !