শূন্যনদী(15-02-2020)
রণজিৎ মাইতি
-------------
মায়ের মতো শূণ্যনদী ডাকছে আমায় একলা ঘরে
স্মৃতিপদ্ম সাজিয়ে রাখা মন-ভূবনের থরে থরে
ভালো বাসার সংজ্ঞা খুঁজি বোকার মতো বটের ছায়ায়  
হারাধনের দশটি ছেলে হারায় কোথায় কোন যমুনায়?
ঢেউগুলো সব ভুলভুলাইয়া মায়ের মতো মানিক প্রিয়
তাই,বেলাভূমির উদাস চোখেও করুনশঙ্খ হচ্ছে হেয়!
কপোল বেয়ে নামছে ধারা লোক দেখানো নয় সে পারদ
মিশছে জলে বিষবাষ্প ফুটবে কি আর হৃদ শতদল?