শোক দেখে চেনা যায়
রণজিৎ মাইতি
-------------
শোক দেখে চেনা যায়
গাছটি কেমন;
যেমন কচি ডাব চেনা যায়
দুঃখজলভারে।
পাথরের দুঃখে সবার হৃদয় কাঁদেনা;
যে গাছ সহমর্মী
তারই বুক জুড়ে নেমে আসে
নদী কংসাবতী।
সমব্যথী হৃদয়ের মৌলিক নির্ঝর।
হর্ষে কি চেনা যায় বৃক্ষহৃদয়?
আনন্দে সবার মুখ পুর্ণিমার চাঁদ ;
পাতা-ফুল-ফল,শিরা উপশিরা ও
শাখা-প্রশাখা জুড়ে তাই চুয়ায় জোৎস্না
ফোঁটা ফোঁটা,
বৈচিত্রহীন
খেজুর রসের মতো স্বাদু,মরসুমী,সর্বজনীন
তাই,আবছায়াহীন নন্দনকানন তেমন লক্ষণীয় নয়।
বরং তরুপাদদেশ খুঁড়ে খুঁড়ে দেখি
দুঃখ-শোক,
ব্যথা ও যন্ত্রনানীলা কতো দ্যুতিময়;
সুদূর প্রসারী কিনা
একান্ত ফল্গু,
শ্বাসমূল জুড়ে কতো দীর্ঘ তরুদীর্ঘশ্বাস।
জানি,শোক দেখে চেনা যায়-
গাছটি কেমন,
হংস না পরমহংস?
গাছটি কি জীবিত না মৃত।