শিব-দূর্গা তরজা
রণজিৎ মাইতি
-------------
দূর্গা---
ও বুড়ো তোর কপাল ভালো পেয়ে আমায় বউ
ডিজিটালের এই বাজারে কেউ থাকে না ফেউ
গাঁজা ভাঙে দিনটা কাবার
গান্ডে পিণ্ডে খাচ্ছো খাবার
কাজের বেলা অষ্টরম্ভা তবু হৃদয়ে প্রেমের ঢেউ।।
শিব---
মাফ করে দাও প্রেম সোহাগী দিও না প্লিজ খোঁটা
কাজের চেষ্টা করেও তবু জুটেছে শুধুই কাঁটা
শূন্য হাতে ভরে না পেট
ঘুষ না দিলে জোটে কি টেট !
বাবা আমার সৎ মানুষ তাই আমার কপাল ফাটা ।।
দূর্গা
শুধরে নেওয়ার হাজারো পথ নতুন কিছু ভাবো
নামলে পথে ঠিকই আবার বাঁচার পথ পাবো
অলস যারা তারাই দুঃখী
ঘাম ঝরালে হবেই সুখী
বাল বাচ্চা তাকিয়ে আছে বলো না কি খাবো?
শিব---
বৃথা ভাবছো কেনো ও প্রিয়তি অন্নদা তো ঘরে
সতীনটাকে নাও না মেনে বাঁচবে ওরই বরে
জগৎ জুড়ে মায়ার খেলা
তাতেই মানব ভাসায় ভেলা
তাই তো এতো জাগছে দুঃখ জীবন বালুচরে।।
দূর্গা
বাস্তবটা ভাবতে শেখো ছাড়ো তত্ত্ব কথা
হেঁসেল যখন খাঁ খাঁ মরু তখন সবই বৃথা
তোমার মতোন দায়িত্বহীন
পকেট কাঙাল,হৃদয়ও দীন
যে করবে ঘরকরণা তারই ঘুরবে মাথা ।।
÷ক্রমশ÷