শিবিরমানুষ(15-04-21)
রণজিৎ মাইতি
-------------
মাঝে মাঝে আমি চরম বামপন্থী হয়ে যাই;
যখন পকেট গড়ের মাঠ,ঠিক তখনই
ইচ্ছে জাগে 'যমালয়ে জীবন্ত মানুষ'এর উদার নায়ক হতে।
অন্তত হতভাগা মানুষদের জন্যে একটা যক্ষা হাসপাতাল - - - -
সেই আমি রাতারাতি হয়ে যাই ভীষণ অনুদার
জেগে ওঠে ডানপন্থী সত্ত্বা
বাড়ির ঠিকে 'ঝি'-টিকেও আখের মতো নিংড়ে সাজাই নিজস্ব সুখের বাসর
হয়তো পকেট গরম থাকলেই মাথা থাকে হিমাঙ্কের নিচে
যখন মধ্যপন্থী ছিলাম সে আরও ভয়ঙ্কর সময়
না ঘরকা,না ঘাটকা,কিভাবে বেনী না ভিজিয়েও স্নান করা যায় প্রতিনিয়ত মগজ জুড়ে সেই ফিকির
আর এই সব হয়বরল চিন্তায় দুলতাম পেণ্ডুলামের মতো
নুন আনতে পান্তা ফুরায়ের সংসারে সুখের আড়ালে উঁকি দিত নিদারুণ ভয়
যদিও ভুলে যেতে চাইতাম ভয় আসলে ক্রনিক অসুখ
আসলে মানুষের স্থাবর কোনও সম্পত্তিই নেই
না মননে,না মগজে।বহিরঙ্গের অবস্থা আরও করুণ
সুখ ও অসুখনদীও কি চেনাতে পারে তাকে
কোনটা অলকানন্দা,কোন জল নর্দমা বাহিত?
তাই জল আজও বড্ড তরল,মনজল খুবই নমনীয়
কেবল সময়ের হাত ধরে চিরকাল কড়া নাড়ে
এক শিবির থেকে আর এক শিবিরে বারবার!