শীত পড়লে
রণজিৎ মাইতি
-------------
আজ আমাদের ডিস এন্টেনায় বসেনি লক্ষ্মীপেঁচাটি;
আজ একটু জাঁকিয়ে শীত পড়েছে।
রাতচরা যে পাখিগুলো এতোদিন একান্তে খানখান করতো নৈশ স্তব্ধতা,
তারাও কয়েকদিন বসেনি আমাদের প্যরাফিট ওয়ালে!
দিনকয়েক একটু জাঁকিয়ে শীত পড়েছে!
এইভাবে কতো বন্ধু দূরে সরে গেছে,
কতো মিত্র চলে গেছে পর্দান্তরালে।
এখন আর হতাশ হইনা,
দেখেছি হাড়কাঁপানো ঠাণ্ডায়--
সম্পর্কের পুষ্টপাইনও কেমন রুগ্ন হয়ে যায়!
আজ এমনিতেই শীতলতা একটু বেশি।