শেয়ার বাজার(15-12-21)
রণজিৎ মাইতি
--------------------
যতোবার সোপান বেয়ে উপরে উঠেছি
ততোবারই নেমে এসেছি একই সিঁড়ি দিয়ে
কখনো মেয়ের ডাকে
কখনো স্ত্রীর
আশ্চর্য,কখনো কখনো জীবনই উৎরাইয়ে বাধ্য করেছে
যারা ওপরে উঠে
তারা নেমে আসে সেই সিঁড়ি ভেঙে
অথচ কেউই স্বীকার করে না
এই মহাজীবন এক বিষ্ময়কর শেয়ার বাজার।।