শাশ্বত
রণজিৎ মাইতি
---------------
গ্রহণ ও বর্জনেই কেটে যায় আমাদের চূড়ান্ত সময়;
ব্রেকফাস্টের টেবিলে চিংড়ি-পান্তাভাত থেকে পর্ণ-চাউমিন পর্যন্ত এই যাত্রাপথ।

রবিকবি নেই,কিন্তু কবি আছেন আজও
প্রেমে-আগুনে,জল ও জীবনে।

যে শিশুটি সুজির হালুয়ার বদলে ম্যাগির বায়না করছে;
কেঁদে ভাসিয়ে দিচ্ছে মায়ের উঠোন
জেনো সেই কান্নাটুকু সময়ের ফসল।

সময় বদলায়,বদলায় মুখ
রুচির তালিকায় নতুন নতুন পদে রসনা উদ্বেল হয়ে ওঠে।
কিন্তু কান্না কখনও পণ্য হয়না;
যেমন পণ্য হয়না প্রেম- আগুন,জল-জীবন,
কবি-দরবেশ ও মাতৃ নিচোল।