শর
রণজিৎ মাইতি
--------------
মা চান তাঁর প্রতিটি সন্তান চৈতন্য হয়ে যাক;
মৃত্যু হোক আসুরিক ক্ষমতার।
মা জানতেন,অন্ধকার ভেদের অত্যাশ্চর্য ক্ষমতা আছে আলোর।
তাই মুখে আলো ছড়িয়ে চৈতন্যের কথা বলতেন।
আর অন্ধকারের ভেতর ফেলতেন টর্চলাইটের আলো।
আসলে মা যতোটা জানতেন,ততোটাই চাইতেন।
যেহেতু আলোর চেয়ে তীক্ষ শর ভূ-ভারতে নেই।
(02-09-22)