শনাক্তকরণ
রণজিৎ মাইতি
-------------
শুভাকাঙ্খী
তুমি যতোটা আগুন চেনালে
আমি তারচেয়েও অনেক বেশি চিনেছি আগুন
হিতাকাঙ্খী
তুমি যেভাবে জল চেনালে
আমি তারচেয়ে অনেক বেশি মুখোমুখি হয়েছি তার
হে প্রিয়তমসু
তুমি যতোটা ঝড় চেনালে
তারচেয়েও ভয়ঙ্কর বিধ্বংসী ঝড় বয়ে গেছে আমার মাথার উপর
কিন্তু
তুমি যতোটা তোমাকে চেনালে
তারচেয়ে অনেক অনেক কম তোমাকে চিনেছি হে
প্রাণপ্রিয়
অথচ সবার ধারণা
জল হাওয়া আগুনের মতো তারা চিনেছে মানুষ
যতোটা চন্দ্র সূর্য চেনে,তারচেয়ে অনেক বেশি চেনে একান্ত দেবতা,
হে প্রিয়তমসু
মানুষ চেনা বড্ড কঠিন!
হে প্রিয়তমাসু
তার চেয়েও কঠিন আপনাকে জানা!