শাক্ত থেকে শক্তি
রণজিৎ মাইতি
----------------
বৌ ফোনে বলেছিলো--
'অফিস ফেরত একটু মেথি ও ধনেপাতা এনো,
আমি ডুব দেবো।'
'ডুব' কথায় বৌকে আমি পাগল ভেবেছিলাম;
বাড়ির সামনে যার এতোবড়ো দিঘি,সে কক্ষণো পাতায় ডুব দেয়!
তবুও এনে দিয়েছিলাম মেথি,ধনেপাতা নামক সরোবর;
মরুক,ডুবে ডুবে মরুক একটা বদ্ধ উন্মাদ।
অবশ্য ডিনারে মেথি পরোটা ও ধনে-পনির মুখে দিয়ে বুঝি-
প্রিয় বৌ আমার কাব্য রচেছে।
মনে হয় অতলান্তিক ডুবসাঁতারে-
বাড়ির শাক্তরাও শক্তি হয়ে যায়।