শব্দফুল(29-11-2019)
রণজিৎ মাইতি
-------------
ফুটুক শব্দফুল দোপাটির মতো
লাল,সাদা কিংবা আভ আভ ফুল
অরুণাভ,পদ্মনাভ ইত্যাদি ইত্যাদি
গোলাপের বিশেষণও গোলাপী গোলাপী
আমি আলাপী কথার মাঝে আঁকি কথার আলপনা
জলরঙ কিংবা ক্রেয়নে
ভাস্কর্য কি মৃত হয় !
নশ্বর হলেও সে ঐশ্বর্যে অতুল
আহা,যাহা দূর থেকে মনে হয় জীবন্ত তিতলি
বসে আছে চিরচেনা শব্দফুলের উপর
এখন ফুলে ফুলে হানিমুন পর্ব চলছে
যেখানে শ্বাস নিই শ্বাসাঘাত ছাড়া