সস্তার মূলো(06-01-2019)
রণজিৎ মাইতি
-------------
নতুন কোনও কথাই হতো না,
যদি মূল্যসূচক ছুঁয়ে যেতো মানুষের মাথা।

আসলে যেটুকু গর্ব
পুরোটাই মাথার ভার!

বরং চাপ নিতে গিয়ে  
চানাচুরের মতো মুখরোচক হই দিনে দিনে

এই তো হঠাত্ স্বাদ কয়েক গুণ বেড়ে গেলো পেঁয়াজের
আলু পটল বেগুন ---- প্রতিটি আনাজ

সোনা কিংবা তরলসোনা যতো দ্রুত ছোঁয় অচেনা আকাশ
অবনমন ততো দ্রুত মানুষকে রসাতলের দিকে ঠেলে দেয়
যেখানে একমাত্র সস্তা ওই হাইব্রিড মূলো !