সংকল্প
রণজিৎ মাইতি
-------------
একটা জীবন লেখার পরও-
কারুর মনে হ'তে পারে তিনি না-কবি;
মগজ উজাড় করে এঁকেছি যেটুকু চিত্রনাট্য
তা ভণ্ডামি ছাড়া কিছু নয়।
ইন্দ্রধনু বিলিন হতে কতোটা সময়ের প্রয়োজন হয়?

এই যে এতো দিনের কুহু কুহু,স্বরবিতান নির্মান
সবই মেকি।কালের নিয়মে ভেসে যায় সুরমায়া,ভ্রান্ত সব দীর্ঘ-হ্রস্য স্বর।
যে মেয়েটিকে একদিন দেখিয়েছিলো নীড় বাঁধার স্বপ্ন,
খড়ের গাদার আড়ালে একান্তে চুমু এঁকেছিলো যার নিষ্পাপ অধরাধরে।
সেই মেয়েটি আজও কাঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে।

অথচ কেউ কেউ জীবনের এক পাতা লিখেই-
তিনি কবি হয়ে যান।
পিথাগোরাস,আর্কিমিডিস,স্টিফেন হকিং এর মতো,- - -
সত্যদ্রষ্টা বাল্মিকীর মতো শ্রেষ্ঠ কবিরাজ।
যাদের জন্মনক্ষত্র জুড়ে -
মরা মরা থেকে রামনামে উত্তোরণের সংকল্প।