সনেট 46
কালস্রোত (17-04-2019)
রণজিৎ মাইতি
-------------
কালস্রোতে গা ভাসাই;কখনো মনও  
প্রেম যমুনার জল বড়ো টলোমলো
টেনে নিয়ে যায় ধারা শেওলা যেমন
রিপু স্রোতে জীবকুল ভাসছে তেমন
অনাদি অনন্ত কাল এভাবেই ভাসা
দমকা হাওয়া নাকি এ জীবনে খাসা
তবু ভালোবাসি স্রোত মায়াবী মোহনা
এ তরণী ভালোবাসে ধনুকে যোজনা  

মাস্তুল কতোটা পোক্ত সেটাই চিন্তার  
বাস্তুঘুঘু,কালসাপ দুর্বোধ্য আঁধার
বসে না শান্তির দূত শস্যহীন ছাদে
মাঝরাতে কাঁদে কেউ আপন আহ্লাদে!
অশুভ সঙ্কেত গুলো ভয়ের কারণ  
কালের অতীত স্রোত রিপু প্রভঞ্জন